চন্দনাইশে আগুনে পুড়ে ৯ দোকান ছাই

চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৯ আগস্ট) ভোরে ধোপাছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বড়ুয়াপাড়া চেমিরমুখ বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে বান্দরবান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে ধোপাছড়ি ইউ.পি চেয়ারম্যান আব্দুল আলীম জানান, মঙ্গলবার ফজরের নামাজের পর বড়ুয়াপাড়া এলাকায় চেমিরমুখ বাজারে অগ্নিকান্ডে ডা. হারুনের ফার্মেসি ও চেম্বার, ছোটন দাশের সার ও কীটনাশক, সাজ্জাদ হোসেনের মুদি ও কুলিং কর্নার, তৌহিদুল ইসলামের মটর পার্টস ও গ্যারেজ, খোরশেদ আলমের গোডাউন এবং আবু তৈয়্যবের তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান সম্পূর্ন পুড়ে গেছে। এছাড়া গ্যারেজে মেরামতের জন্য দেওয়া আবুল বশর ও রফিকের দুইটি মোটরসাইকেল পুড়ে গেছে।

এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে বান্দরবান ফায়ার সার্ভিস ষ্টেশনের সহকারী পরিচালক ফরিদ আহমদ জানান, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দোকানিরা দাবি করেছেন, অগ্নিকান্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার অসুস্থ্য থাকায় সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরীকে দূর্ঘটনাস্থলে পাঠান। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের তাৎক্ষনিক সরকারি সহায়তা হিসেবে ৫ হাজার টাকা করে সর্বমোট ৩০ হাজার টাকা প্রদান করেন।

আরও পড়ুন