চট্টগ্রামে বিএসটিআই’র অভিযানে ২পেট্রোল পাম্পকে ৯০হাজার টাকা জরিমানা
পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন পরিমাপের সঠিকতা নিশ্চিতকরণের লক্ষে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের উদ্যোগে জেলা প্রশাসনের সহায়তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৯ আগস্ট) চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ৬টি পেট্রোল পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নগরীর পাহাড়তলী থানাধীন ডি.টি রোডে অবস্থিত হাক্কানী রি-ফুয়েলিং স্টেশন (ইউনিট-১) এ ডিজেল ডিস্পেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১০০ মি.লি. কম প্রদান করার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয় এবং ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়, একে খান মোড়েরর নূরে মদিনা সিএনজি ফিলিং স্টেশনটিতে ডিজেল ডিস্পেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০ মি.লি. কম প্রদান করায় ১টি মামলা দায়ের করা হয় এবং ৪০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অপরদিকে টাইগারপাস এলাকার টাইগার পাস এজেন্সিস লিমিটেড, ঈদগাহ ডি.টি. রোডের ইয়াকুব ফিলিং স্টেশন, পাহাড়তলীর জোলারহাট এলাকার শিউলি পেট্রোল পাম্প, আকবর শাহ থানাধীন ইস্পাহানি রেলগেট এলাকার স্পিড ট্রেক প্রাইভেট লিমিটেড
নামক প্রতিষ্ঠানসমূহের ডিজেল ও অকটেন ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে সঠিক পাওয়া যায়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই চট্টগ্রাম অফিসের পরিদর্শক (মেট) প্রকৌঃ মোঃ জিল্লুর রহমান অংশগ্রহণ করেন।