রাউজানে হালদায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

চট্টগ্রামের রাউজানে স্বামীর সাথে অভিমান করে রিমা আকতার (২৪) নামে এক গৃহবধূ হালদা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। তবে ঝাঁপ দেয়ার পর হালদা নদীর কিছুদূর যেতেই সে আবার নিজে সাঁতার কেটে পাড়ে ওঠে।

শনিবার (৬ আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে মদুনাঘাট ব্রীজ থেকে ওই গৃহবধূটি হালদা নদীতে ঝাঁপ দেয়।

রিমা আকতার উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের রুপচাঁদ নগর এলাকার ৬নং ওয়ার্ডের নাজির আলী সারাংয়ের বাড়ির প্রবাসী ফোরকান উদ্দিনের স্ত্রী। গত ৬ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ঘরে ৫ বছরের একটি মেয়ে ও ২ বছর বয়সী একটি ছেলে রয়েছে।

ঝাঁপ দেওয়ার স্থান থেকে প্রায় এক হাজার ফুট দূরে উপজেলার উরকিরচর ইউনিয়নের মইশকরম এলাকায় নিজেই সাঁতার কেটে নদীর পাড়ে ওঠেন রিমা আকতার। পরে স্থানীয় বাসিন্দা রেজাউল করিমের ঘরে আশ্রয় নেয়।

রিমা আকতার জানান, গতরাতে স্বামী ফোন করে মরে যেতে বলেন। মূলত সে কারণে সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এছাড়াও রিমা অভিযোগ করেন, তার শাশুড়ি ও স্বামী তাকে নির্যাতন করে। কি কারণে নির্যাতন করতো সে ব্যাপারে কিছু জানাননি।

এ বিষয়ে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জয়নাল আবেদীন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই গৃহবধূকে হেফাযতে রাখা হয়েছে। বর্তমানে সে আমাদের কাছেই আছে। তার বাপের বাড়ির লোকজন আসলে তাকে দিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন