জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম নগর বিএনপি’র বিক্ষোভ মিছিল

দেশকে লুটেপুটে শেষ করে, সবকিছু চুষে খেয়ে এখন আবার জ্বালানি তেলের দাম বাড়িয়ে রাক্ষুসে সরকার জণগনের মাথার ওপর নতুন বোঝা চাপিয়ে দিয়েছে। অসহায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে সকল পণ্যের দাম। তার ওপর তেলের এ অযৌক্তিক দাম বৃদ্ধির মধ্য দিয়ে জনবিচ্ছিন্ন সরকার জনগনের সাথে একপ্রকার যুদ্ধ ঘোষণা করেছে। জেঠিয়ে বিধায় না করলে এরা আঁকড়ে থাকা ক্ষমতা কোনোদিনই ছাড়তে চাইবে না। দেশ ও জনগনের স্বার্থে এদেরকে প্রতিহত করা ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন।

তিনি শনিবার (৬ আগস্ট) বিকেলে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদের চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে তৎক্ষণাৎ মিছিলোত্তর সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেছেন, জনগনের পালস বোঝার কোনো সক্ষমতা এদের নেই। নিশি রাতে ভোটচুরি করে আবার নিশিরাতে তেলের দাম বাড়ায়। গাঁজাখুরি চিন্তার অথর্ব সরকার দিনে ঘুমিয়ে রাতে অপকর্মে মেতে থাকে। এ সরকারের কাছ থেকে জনবান্ধব কোনো কর্মযজ্ঞ জাতি আজ পর্যন্ত দেখেনি।

সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব এ এম এ আজিজ, শাহ আলম, আব্দুল মান্নান, সদস্য গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, মনজুরুল আলম মঞ্জু, কামরুল ইসলাম, বিএনপি নেতা মাহবুবুল আলম, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী , মোঃ সেকান্দর,মোঃ সালাউদ্দিন, থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, নূর হোসেন, মাইনুদ্দিন মাইনু, আব্দুল কাদের জসিম, নগর বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল বাতেন,আব্দুল হালিম মোহাম্মদ দিদারুল আলম, নকিব উদ্দিন ভূঁইয়া, কৃষকদল নেতা মোঃ আলমগীর, কামাল পাশা নিজামী, নগর ছাত্রদল নেতা সাইফুল আলম, শরিফুল ইসলাম তুহিন, ওয়ার্ড় বিএনপি নেতা মোঃ আসলাম, সাদেকুর রহমান রিপন, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আবুল ফয়েজ, নগর যুবদল নেতা নাসিম চৌধুরী, আমানুল্লাহ আমান, মোহাম্মদ সেলিম, নগর স্বেচ্ছাসেবক দল নেতা আলী মুর্তজা খান, জমির উদ্দিন নাহিদ,ছাএদল নেতা আসিফ চৌধুরী লিমন, তানভীর আহমেদ, সামিয়া আমিন জিসান, যুবদল নেতা মোঃ হাসান, আব্দুল জলিল, মোস্তাকিম মাহমুদ, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ রিমন, সোনা মানিক, আবু সালে ফালায় আবিদ প্রমূখ নেতৃবৃন্দ।

আরও পড়ুন