বোয়ালখালীতে জাল দলিল সৃজনের দায়ে দোলন গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জালজালিয়াত মামলায় দলিল লেখক দোলন কুমার মিত্রকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

শুক্রবার( ৫ আগস্ট) বিকেলে বোয়ালখালী উপজেলার দাশেরদিঘী পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করেন বোয়ালখালী থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রহমত উল্লাহ।

জানা যায়, দোলন কুমার মিত্রের বিরুদ্ধে জালজালিয়াতের অভিযোগ এনে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ পৃথক দুটি মামলা (নং-৫৫/২০২০ এবং ৫৯/২০১৯) দায়ের করা হয়। বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট এলাকার শামীমা আকতার এবং অপর একব্যক্তি পৃথকভাবে মামলা দুটি দায়ের করেন।

ওই মামলায় দোলন কুমার মিত্রের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন বিজ্ঞা আদালত। ওই গ্রেফতারী পরোয়ানামূলে দোলনকে বোয়ালখালী থানার সাব ইন্সপেক্টর রহমত উল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করেন।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবদুর রাজজাক বলেন, গ্রেফতারী পরোয়ানা মুলে দলিল লেখক দোলন কুমার মিত্রকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল (৬আগষ্ট) শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন