রাউজানে ওয়ার্ড ভিত্তিক বর্জ্য সংগ্রহ ও ভ্রাম্যমাণ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

চট্টগ্রামের রাউজান পৌরসভায় পরিচ্ছন্ন, পরিবেশ বান্ধব, আধুনিক ও মডেল পৌরসভা গড়ার লক্ষ্যে ওয়ার্ড ভিত্তিক বর্জ্য সংগ্রহ ও ভ্রাম্যমাণ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ডিজিটাল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাউজান পৌরসভা এই কর্মসূচির আয়োজন করেন।

শুক্রবার (৫ আগস্ট সকাল ১১টায় প্রধান অতিথি থেকে কর্মসূচীর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

উদ্বোধনের পর পৌরসভার পরিচ্ছন্ন কাজে নিয়োজিত কর্মীরা ৯টি ওয়ার্ডের বাড়ি বাড়ি থেকে এবং সড়কের আশপাশের ময়লা আবর্জনা পরিস্কার করেন।

পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগেরর সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কপিল উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন, দ্বিতীয় প্যানেল মেয়র অ্যাডভোকেট সমীর দাশ গুপ্ত, কাউন্সিলর কাজী মো. ইকবাল, জানে আলম জনি, শাহজাহান ইকবালসহ অনেকে।

সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, আমাদের সবাইকে সচেতন হতে হবে। নিজ বাড়ি্ আশপাশ পরিস্কার রাখতে হবে। গ্রামকে সুন্দর করতে পরিস্কার রাখা অপরিহার্য।

আরও পড়ুন