বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া গ্রামের মো. রফিকের পুত্র মো. রাশেলের পরিবারকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ১৫নং ঘাট এলাকায় কোস্টগার্ডের জেটিতে বাংলাদেশ নৌ বাহিনী চট্টগ্রামের পক্ষে লেপ্টেন জেনারেল মো. মানিক ও আবদুল হামিদ পঁচাত্তর হাজার টাকার একটি চেক নিহত রাশেলের পিতা মো. রফিকের কাছে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আমিন শরীফ ও স্থানীয় ইউপি সদস্য মাস্টার রফিক।
পরে স্থানীয় সংসদ সদস্য ও ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির পক্ষে চেয়ারম্যান আমিন শরীফ নগদ পঁচিশ হাজার টাকা নিহত রাসেলের স্ত্রীর কাছে প্রদান করেন।
উল্লেখ্য গত ১৩ এপ্রিল সাগরে মাছ ধরতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে উপজেলার দক্ষিণ পরুয়াপাড়া এলাকার বাসিন্দা মো. রাসেল নিহত হয়।