জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম জেলার সন্দ্বীপ হরিশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের বাড়িতে সন্ত্রাসী হামলা ও বোতল ভর্তি পেট্রোল রেখে হত্যার হুমকি দেয়ার অভিযোগ ওঠেছে। সন্দ্বীপ উপজেলা জাপা সভাপতি ও হরিশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ ছালামের বাড়িতে ৩১জুলাই রাত সাড়ে ১২টার দিকে এ সন্ত্রাসী হামলা হয় বলে জানা গেছে।
এ সময় হামলাকারীরা জাপা নেতা ও সাবেক এ চেয়ারম্যান পরিবারকে বাড়ি ছাড়ার নির্দেশ ও হত্যার হুমকি দেন। ঘরের দরজার সামনে পেট্রোল রাখা বোতলের মোড়কে একদিনের মধ্যে বাড়ি থেকে না গেলে মেরে ফেলার লিখিত হুমকি দেন। ২৫/৩০জন সন্ত্রাসী বাড়ীর মেইন গেট ভেঙে ভিতরে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়ে সন্ত্রাসী হামলা ও আসবাবপত্র ভাংচুর করে। সন্ত্রাসীরা এসময় তার পরিবারকে বাড়ী ছাড়ার ও হত্যার হুমকি দেন। পরে ঘরের দরজার সামনে পেট্রোলের বোতল রেখে একদিনের মধ্যে বাড়ীর ছাড়ার হুমকি দিয়ে যান।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনার বিষয়ে জানালে পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনাস্থল পরিদর্শনকারী কর্মকর্তা এস.আই ওয়াহিদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছি। বিষয়টি আমরা দেখছি।
স›দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপী বলেন, বিষয়টি মানবাধিকারের লংঘন। একজন সাবেক চেয়ারম্যানের বাড়িতে এমন হামলা উদ্ধেগজনক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা উচিত।
এম.এ সালামের পরিবার সূত্রে জানা যায়, বর্তমানে পরিবারের নারী-পুরুষ সদস্যরা ঘরের ভিতর মানবেতর জীবনযাপন করছে। চেয়ারম্যানের ছেলে এম এ হাছান বলেন, সন্ত্রাসীরা আমাদের বাড়ীর দরজা জানালায় ভাংচুর করেছে। বাজারের ব্যাগের মধ্যে একটি পেট্রোলের বোতল দিয়ে তারওপর লিখে দিছে একদিনের মধ্যে বাড়ী ছাড়ার জন্য, নইলে আমাদেরকে জ্বালিয়ে দিবে তারা।