চট্টগ্রামের বাঁশখালীতে দু’টি ওয়ানশুটারগানসহ দুই ‘জলদস্যুকে’ গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার খুদুকখালী গ্রামের মৃত নুরুল আফছারের ছেলে মো.আব্দুল হালিম প্রকাশ বাচ্চু (৩৮) ও উপজেলার সোনাই বাপের বাড়ির আব্দুস সালামের ছেলে মো. সাগর (৪২)।
বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোর পৌনে ৫ টায় ছনুয়া ইউপির খুদুকখালী এলাকা থেকে গোপন সংবাদে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার।
তিনি বলেন, ‘বুধবার ভোরে বাঁশখালী উপজেলার ছনুয়া ইউপির খুদুকখালীতে বিশেষ অভিযান চালিয়ে দুই জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দু’টি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়। এই অস্ত্র দিয়ে যারা সমুদ্র এলাকায় মাছ ধরার ব্যবসা এবং ঘের এলাকার অন্যান্য ব্যবসা নিয়ন্ত্রণ করতো বলেও জানান তিনি।’
গ্রেপ্তারকৃতদের মধ্যে আব্দুল হালিমের বিরুদ্ধে বাঁশখালী থানায় ১টি মামলা রয়েছে বলে জানা যায়। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।