‘প্রযুক্তি দিয়ে করবো কৃষি, থাকবো সুখে দিবানিশি’ এই প্রতিপাদ্যে আনোয়ারায় তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলীর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদ ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা হাসান, উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান, মৎস্য কর্মকর্তা রাশিদুল হোক প্রমুখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করেছে।
উদ্বোধনের আগে মেলা উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ১০টি স্টলে কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। আগামী ৩০ জুলাই পর্যন্ত মেলা চলবে।