বড়শিতে মগ্ন বাবার অজান্তেই পুকুরে ডুবে গেলো সন্তান
মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে হুমায়রা নামের ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চুনিমিঝিরটেক এলাকার ওমর আলী ভূঁইয়া বাড়ীতে এই দুর্ঘটনা ঘটে। শিশু হুমায়রা ওই বাড়ির সিএনজি অটোরিকশা চালক রিপনের একমাত্র কন্যা।
এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল নোমান বলেন, বিকেলে হুমায়রার বাবা রিপন বাড়ির পুকুরে বড়শী দিয়ে মাছ ধরছিলেন। এসময় হুমায়রা পুকুর পাড়ে কয়েকজন শিশুসহ খেলা করছিল। হঠাৎ সবার অগোচরে সে পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখোঁজির একপর্যায়ে শিশুটির মরদেহ পুকুরে ভাসতে দেখা যায়।
৬ নম্বর ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা পানিতে ডুবে শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।