লামা উপজেলায় দূর্গমে মা ও শিশু স্বাস্থ্য সেবা বিষয়ক বহুমুখী স্বাস্থ্যসেবা বৃদ্ধি করতে ইউনিয়ন পর্যায়ে কিমিউনিটি ক্লিনিকের মালটিপারপাস হেল্থ ভয়েন্টিয়ারদের (এমএইচভি) ওরিয়েন্টেশন দেওয়া হয়েছে।
সোমবার (২৫ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্যোগে উইলিয়াম লুসাই হল রুমে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এই কর্মশালা বাস্তবায়নের সহযোগিতা করেছে ইউএসএআইডি ও কারিগরিক সহায়তায় সেভ দ্য চিলড্রেন-গ্রীন হিল, মামুনি-এমএনসিএসপি প্রকল্প।
ওরিয়েন্টেশনের প্রধান অতিথি ছিলেন বেসরকারী সংস্থা পিএইচডি এর মামনি প্রকল্পের ফোকাল পইন ও উপ-পরিচালক মো. নাসির উদ্দিন ফারুখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা’র প্রতিনিধি ডা. মো. শহীদ এর সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রক ডা. জেসমিন আক্তার, পিএইচডি সংস্থার মামনি প্রকল্পের মনিটরিং ফোকাল ও সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন, রিজিওনাল কো-অর্ডিনেটর মো. তাওহীদুল ইসলাম ও গ্রীন হিল মামনি প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মংছিংপ্রু।
ওরিয়েন্টেশনে, কমিউনিটি পর্যায়ে কিভাবে এমএইচভি’রা এলাকার জনগোষ্ঠীকে প্রতিষ্ঠানিক স্বাস্থ্যসেবা নিতে উদ্বোদ্ধ করবে, গর্ভবতী মায়েদের যতœ, প্রাতিষ্ঠানিক ডেলিভারী সুবিধা, প্রসব পরবর্তী সেবা ও পরিবার পরিকল্পনা, গর্ভবতী ও প্রসুতি মায়েদের পুষ্টি ইত্যাদি বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়।