চট্টগ্রামের বাঁশখালীতে বিষাক্ত সাপের কামড়ে তানিশা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় মারা যাওয়া শিশু উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকার সরু বাপের বাড়ির মোজাম্মেল হকের একমাত্র কন্যা।
গত শনিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বাড়ির রান্না ঘরে মা-মেয়ে একসাথে খাবার খেতে গেলে মায়ের অগোচরে এ ঘটনা ঘটে। ওইদিন রাত ১২ টার দিকে শিশুটি মারা যায়।
মারা যাওয়া শিশুর পিতা মোজাম্মেল হক বলেন, ‘আমার মেয়ে ও তার মা এশার নামাযের পর রান্না ঘরে ভাত খেতে যায়। মা বাহিরে আসলে মেয়ে চিৎকার চেঁচামিচি করে। পরে মেয়ের মা জানতে পারলো দু’টো ব্যাঙ মেয়ের দিকে দৌড়ে আসে। এতে মেয়ে কান্না করে। মেয়ের পায়ের পাতার উপর কামড় দেখে বুঝতে পারলো বিষাক্ত কোন সাপে কামড় দিয়েছে। তাদের ধারণা সাপ ব্যাঙ দু’টোকেই তাড়া করছে। এ সময় রান্না ঘরে অগোচরে থাকা বিষাক্ত সাপে কামড় দিয়েছে শিশুটিকে।
মেয়ের অবস্থা খারাপ দেখে তারা প্রথমে জলদী আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকাজনক দেখে চমেক নিয়ে যেতে বলেন। পরে তারা বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। পায়ের পাতার উপর কামড় দেখে তারা বলেন, এটি বিষাক্ত কোন সাপের কামড়।
রবিবার (২৪ জুলাই) সকালে শিশুটি পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। কৃষক বাবার একমাত্র কন্যাশিশুকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তারা।