মিরসরাইয়ে সফল মৎস্য চাষী নির্বাচিত হলেন নুরুল আবছার

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগান ধারণ করে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে মিরসরাই উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সফল মৎস্য চাষীর সম্মাননা প্রদান করা হয়েছে।

মিরসরাই উপজেলায় গুণগত মানের পোনা মাছ উৎপাদনে (কার্প নার্সারী) সফল মৎস্য চাষী নির্বাচিত হয়েছেন ৭ নং কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আবুরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নুরুল আবছার।

রবিবার (২৪ জুলাই) নুরুল আবছারের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাসিম আল মাহমুদ। নুরুল আবছার উত্তর চট্টগ্রামের মৎস্য জোন খ্যাত মিরসরাইয়ে ১৯৯৮ সাল থেকে মৎস্য চাষের সাথে সম্পৃক্ত।

উল্লেখ্য, নুরুল আবছার ইতিপূর্বে মিরসরাইয়ের আবুরহাট উচ্চ বিদ্যালয়ের দুই মেয়াদে দাতা সদস্য ও শিক্ষানুরাগী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি টানা ১৭ বছর কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মিরসরাই উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন