কক্সবাজারের উখিয়ার ১৬ নং শফিউল্লাকাটা ক্যাম্প থেকে ৪৩ হাজার টাকার জাল নোটসহ মোহাম্মদ সাকের (২১) নামের এক রোহিঙ্গা তরুণকে আটক করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
আটক রোহিঙ্গাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তিনি উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল করিমের ছেলে।
শনিবার রাতে উখিয়ার শফিউল্লাকাটা ক্যাম্প-১৬ এর ব্লক-ডি/৫ থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন।
তিনি জানান, শনিবার গোপন তথ্যের ভিত্তিতে সন্ধ্যার দিকে শফিউল্লাহকাটা ক্যাম্পে রফিকের দোকানে সামনে আটক তরুণের দেহ তল্লাশি করে বিশেষভাবে রাখা সাড়ে ৪৩ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণ জানান, ক্যাম্পে ছড়িয়ে দিতেই সেই জাল টাকাগুলো নিয়ে যাচ্ছিলেন।