মিরসরাইয়ে শান্তিনীড়ের উদ্যোগে স্কুলের মাঠ সংস্কার, বৃক্ষরোপণ, পরিষ্কারপরিচ্ছন্নতা ও শিক্ষা উপকরণ বিতরণ
মিরসরাই উপজেলার স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের আয়োজনে স্কুলের খেলাধুলার মাঠ সংস্কার, বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। শনিবার (২৩ জুলাই) উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর জিন্নত বিবি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এসব কর্মসূচী পালিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘মোবাইলে নয় মাঠে খেলি সুস্থ্য সবল দেহ গড়ি। পরিবেশ আমাদের উপর নয় বরং আমরাই পরিবেশের উপর নির্ভরশীল। তাই গাছ লাগান পরিবেশ বাঁচান।’
খেলাধুলা, বৃক্ষরোপন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক আলোচনা সভার পর বিদ্যালয়ের ১০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থী ও অতিথিদের মাধ্যমে বিদ্যালয় আঙ্গিনা পরিষ্কার করা হয় এবং যথোপযুক্ত প্রক্রিয়ায় আবর্জনা ভস্মীভ‚ত করা হয়। এছাড়াও বিদ্যালয়ের খেলার মাঠ সমান্তরাল করার লক্ষ্যে সৃষ্ঠ গর্তে বালি ভরাট করা হয় এবং বিদ্যালয় আঙ্গিনায় বিভিন্ন প্রকার ঔষধী ও ফলজ গাছ রোপন করেন অতিথিবৃন্দ।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সরোয়ার হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক মৃদুল দাশ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক ও বিদ্যালয়ের দাতা সদস্য আলী আহসান, বিদ্যালয়ের সাবেক সভাপতি নুর হোসেন, বারইয়ারহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হেদায়েত উল্ল্যাহ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোশারফ হোসেন, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক শিপন, সংগঠনের দুস্থ্য ও ত্রাণ সম্পাদক রায়হান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আরিফ, প্রচার ও দপ্তর সম্পাদক আজিম উদ্দিন, সিনিয়র সদস্য আবু বকর ছিদ্দিক রিশাতসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলী।
উল্লেখ্য, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে শান্তিনীড় বিভিন্ন ধরণের সমাজসেবামূলক ও স্বেচ্ছাসেবী কর্মকান্ড পরিচালনা করে আসছে।