মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৪ টি বসতঘর পুড়ে প্রায় আট লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার (২৪ জুলাই) সকাল পৌনে দশটার দিকে উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছত্তরুয়া গ্রামের নিত্যধন ঘোষের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে জোরারগঞ্জ থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত নিত্যধন ঘোষ (৭০) জানান, সকাল পৌনে দশটার দিকে হঠাৎ করে বাড়ির পশ্চিম পাশের বসতঘরের দক্ষিণ পশ্চিম পাশ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ৪ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের প্রায় পৌনে এক ঘন্টা পরে ফায়ার সার্ভিস কর্মীরা আসলে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুন থেকে কোনকিছু রক্ষা করা সম্ভব হয়নি। এতে আসবাবপত্র, নগদ টাকাসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত রিয়াজ হোসেন জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসতঘর থেকে পিএনজি বিডি লিমিটেডের প্রায় সাড়ে আটশত শ্রমিকের নিয়মিত দুপুরের খাবার রান্না করা হতো। অগ্নিকান্ডের ফলে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী জানান, করেরহাটের ছত্তরুয়া এলাকায় অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি, অগ্নিকান্ডে ৪ টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।