চট্টগ্রামের বোয়ালখালীত উপজেলায় গরু চুরির মামলার রুবেল (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
(১৭ জুলাই) রবিবার বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হানিফার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত রুবেল ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হানিফার বাড়ির রবিউল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঈদুল আযহার তিনদিন আগে ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কৃষক আবদুস শুক্কুরের গরু চুরি করে মিনি ডাম্পার ট্রাকে তুলে নিয়ে যায়। ওই সময় বোয়ালখালী উপজেলার জোট পুকুর পাড় এলাকায় পুলিশ দেখে চোরচক্রের সদস্যরা গরু এবং ডাম্পার ট্রাক রেখে পালিয়ে যায়। পুলিশ গরুসহ ট্রাকটি জব্দ করে বোয়ালখালী থানায় নিয়ে আসে।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কফিল উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল গরু চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। রুবেল গরু চুরির ঘটনা দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী। তাকে চুরির কাজে ব্যবহৃত গাড়ীর সূত্র ধরে আসামী করা হয়েছিল। রুবেলকে ১৮ (জুলাই)সোমবার আদালতে প্রেরণ করে রিমান্ড প্রার্থনা করা হবে।