সীতাকুন্ডে অজ্ঞাত লাশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুন্ডের সৈয়দপুরের বেড়িবাঁধ এলাকায় এক অজ্ঞাত যুবকের ভেসে আসা লাশ পেয়েছে কুমিরা নৌ-পুলিশ।
বুধবার (২০ জুলাই) বিকেলে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে নৌ-পুলিশের একটি টিম গিয়ে আনুমানিক ২৫/২৬ বছর বয়সী এ অজ্ঞাত লাশটি উদ্ধার করে।
নৌ পুলিশের ইনচার্জ মোঃ ইকরাম উল্লাহ বলেন, সৈয়দপুরের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় ভাসমান এ লাশটির খবর পেয়ে আমরা উদ্ধার করে এনেছি। লাশের সুরতহাল শেষে ময়নাতদেন্তের জন্য চমেকে প্রেরণ করা হয়েছে। লাশটি ৩/৪দিন আগের হওয়ায় পচন ধরেছে। ফলে সহজে চেনার উপায় নেই। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।