চট্টগ্রাম নগরী থেকে অপহৃত এক ব্যক্তিকে রাঙ্গুনিয়ার গভীর জঙ্গল থেকে উদ্ধার এবং সেই সাথে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের গহীন পাহাড়ী এলাকা থেকে কামাল উদ্দিন (৩৫) নামে অপহৃত এ ব্যক্তিকে উদ্ধার করা হয়।
অপহরণের সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন রাঙ্গুনিয়া বেতছড়ি এলাকার মো. মামুন (২৫) ও মিরসরাই উপজেলার বামনসুন্দর গ্রামে মো. বেলাল (২৫)।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির জানান, অপহৃত কামালের বড় ভাই সোমবার থানায় এসে অভিযোগ করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তার ভাইকে অপহরণ করা হয়েছে। তিনি জানান, অপহরণকারীরা ১৩লাখ টাকা মুক্তিপণ দাবী করেছে।
পরে ফোন কলের সূত্র ধরে মঙ্গলবার ও বুধবার টানা অভিযান চালিয়ে অপহৃতকে রাঙ্গুনিয়ার গভীর জঙ্গল থেকে উদ্ধার করা হয়। সেই সাথে দুই অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়।