চট্টগ্রামের ৪ উপজেলায় কেউ গৃহহীন থাকছে না

গৃহহীনদের প্রধানমন্ত্রীর উপহার ঘর দেয়ার তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে চট্টগ্রামে ৫৮৭ পরিবার ঘর পাওয়ার মধ্য দিয়ে চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলাকে গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (২১ জুলাই) গৃহহীনদের মধ্যে এ ঘর বুঝিয়ে দেয়া হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, হালনাগাদ যাচাই-বাছাইকৃত তথ্য উপাত্তের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ জুলাই চট্টগ্রামের পটিয়া, কর্ণফুলী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন।

বৃহস্পতিবার চট্টগ্রামের ৫৮৭টি পরিবারসহ সারা দেশের ২৬ হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর বরাদ্দ প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে বুধবার (২০ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিসি মমিনুর রহমান।

তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় ১০টি, বোয়ালখালী, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলায় ১৫টি করে, সাতকানিয়া উপজেলায় ২০টি, লোহাগাড়া উপজেলায় ৫১টি, হাটহাজারী উপজেলায় ৬০টি, ফটিকছড়ি ও আনোয়ারা উপজেলায় ১০০টি করে, মীরসরাই উপজেলায় ১০৯টি, রাউজান উপজেলায় ৫৪টি এবং সীতাকুণ্ড উপজেলায় ৩৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার দুই শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর পাচ্ছেন।

এ পর্যন্ত জেলার তিন হাজার তিনশ নয়টি পরিবার দুই শতাংশ জমিসহ ঘর উপহার পেয়েছেন।

আরও পড়ুন