রাউজানে বুস্টার ডোজ নিতে এসে আহত-৩

চট্টগ্রামের রাউজানে করোনার বুস্টার ডোজ নিতে আসা অতিরিক্ত মানুষের ভিড়ের চাপে একটি কমিউনিটি ক্লিনিকের পাকা ফ্লোর ৪ ফুঁট ধেবে গেছে। এঘটনায় এলাকায় হইচই সৃষ্টি হয়েছে। পাকা ফ্লোর ধেবে গিয়ে স্বাস্থ্য সহকারী ও দুই নারীসহ তিনজন আহত হয়েছেন বলে জানা যায়।

বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টায় হলদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আহমেদুর রহমান কমিউনিটি ক্লিনিকের চিত্র এটি।

এঘটনায় আহত ও ওই ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মৃদুল কান্তি নাথ বলেন, ‘সকালে করোনার বুস্টার ডোজ দিতে আসেন এলাকার বহু নারী-পুরুষ। সকালে বৃষ্টির কারণে সবাই ক্লিনিকের বারান্দার পাকা ফ্লোরে দাঁড়ান। সাড়ে ১০টার দিকে হঠাৎ অতিরিক্ত ভিড়ের চাপে ফ্লোরটি প্রায় ৪ ফুট নিচের দিকে দেবে পড়ে। এতে আমিসহ বুস্টার ডোজ নিতে আসা লীলা প্রভা বড়ুয়া (৫৫) ও জেসমিন আকতার নামের দুই মহিলা আহত হন। আমি এবং অন্যরাও পায়ে আঘাতপ্রাপ্ত হন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছেন বলে জানা গেছে।’

হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন, সকালে আহমদের রহমান কমিউনিটি ক্লিনিকে বুস্টার ডোজ নিতে আসে অসংখ্যা নারী-পুরুষ। অতিরিক্ত মানুষের ভিড়ের চাপে ফ্লোর ধেবে যায়। তবে এঘটনায় অতিরিক্ত কোন কিছু হয়নি।

আরও পড়ুন