কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুল ছাত্র আবদুল্লাহ (১৬) এর মৃতদেহ ভেসে এসেছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সৈকতের সোনারপাড়াস্থ ডেইল পাড়া উপকূলে মৃতদেহটি ভেসে আসে বলে নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।
তিনি জানান, বুধবার বেলা ১১ টার দিকে পরিবারের সদস্যদের সাথে নিয়ে গোসলে নেমে ইনানী সৈকত থেকে এই স্কুল ছাত্র নিখোঁজ হয়। সাড়ে ৭ ঘন্টা পর মৃতদেহ ভেসে আসে ডেইল পাড়া পয়েন্টে। ট্যুরিস্ট পুলিশ, সি সেইফ লাইফগার্ড ও বিচ কর্মিরা সবাই মিলে উদ্ধার করে মৃতদেহ পিতার কাছে হস্তান্তর কর হয়েছে।
আবদুল্লাহ সেনা বাহিনীতে কর্মরত চিকিৎসক কর্ণেল শহিদের ছেলে এবং তাদের বাসা ঢাকার মহাখালী ডিওএইচএস। আবদুল্লাহ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল এবার।