চসিকের মোবাইল কোর্ট কর্তৃক ১৮হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় ভবনের সামনের জমাটবদ্ধ পানির উৎস থেকে মশার বংশ বিস্তারের অভিযোগে এক ভবন মালিককে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে শাহ আমানত সেতু সংযোগ সড়কের এক কিলোমিটার এলাকায় দোকানের ময়লা আবর্জনা নালায় ফেলে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুই দোকান মালিককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ জুলাই) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই এলাকার আরিফ টাওয়ারের মালিককে এ জরিমান করা হয়। এসময় ভবনের নিচের জমাটবদ্ধ পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়।

ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, নগরীতে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে চসিকের অভিযান অব্যহত থাকবে। পাশাপাশি বর্ষা মৌসুমে নির্মাণাধীন ভবনের নিচতলায়, ভবনের ছাদে বা ছাদ বাগানে যাতে পানি না জমে সে বিষয়ে সতর্ক থাকার জন্য ভবন মালিকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

আরও পড়ুন