রাউজানে মোটর সাইকেল দুর্ঘটনায় ১ জনের মৃত্যু
চট্টগ্রামের রাউজানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তার নাম শিমুল শীল (৪০)। মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নোয়াপাড়া ব্রাহ্মনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যদর্শীরা জানান, মোটরসাইকেলে আরোহী শিমুল একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ট্রাকটি শহরমুখি ছিল, বিপরীত দিক থেকে যাওয়া মোটরসাইকেলটি অপর একটি গাড়িকে ওভারটেক করতে গেলে ট্রাকের ওপর গিয়ে পড়ে।
এই ঘটনায় ট্রাক চালক মোটরসাইকেলটির সংঘর্ষ এড়াতে চেষ্টা করতে গিয়ে ট্রাকটি সড়ক পাশের গাছের উপর গিয়ে পড়ে। এর আগেই মোটরসাইকেলটির চালক ট্রাকের ধাক্কায় গাড়িটিসহ ছিটকে পড়ে সড়কের পাশে।
নিহত শিমুল শীল রাউজানের পাহাড়তলি ইউনিয়নের ঊনসত্তর পাড়া ২নম্বর ওয়ার্ডের পাল পাড়া গ্রামের মৃত পরিমল শীলের পুত্র।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক অনুপম দাশ জানান, কাপ্তাই সড়কের নোয়াপাড়া ব্রাহ্মনহাট এলাকায় ট্রাক-মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে শিমুল শীল নামে একজন মারা গেছেন।আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ সম্পন্ন করি।