মিরসরাইয়ে ইয়াবা নিয়ে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতাকে দল থেকে অব্যাহতি
মিরসরাইয়ে ইয়াবা নিয়ে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতাকে দল থেকে অব্যাহতি দিয়েছে। ওই ছাত্রলীগ নেতার নাম সফর আলী। সে উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং মঘাদিয়া ইউনিয়নের শেখটোলা এলাকার মফিজুল ইসলামের ছেলে। গত রোববার সন্ধ্যায় উপজেলার আবুতোরাব বাজারের স্কুল রোড এলাকায় মফিজ মেশিনারিজ স্টোরের সামনে থেকে তাকে গ্রেফতার করে মিরসরাই থানা পুলিশ। পরদিন সোমবার তাকে আদালতে পাঠায় পুলিশ।
মঙ্গলবার (১৯ জুলাই) মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবু নছর রিপন এবং তৌহিদ আনোয়ার বাপ্পি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নছর রিপন জানান, মিরসরাই উপজেলা ছাত্রলীগের নির্দেশক্রমে ১১ নং মঘাদিয়া ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সফর আলীকে সংগঠনবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকায় অব্যাহিত দেওয়া হয়েছে।