মিরসরাইয়ে আগুনে পুড়লো ৪ ব্যবসা প্রতিষ্ঠান

মিরসরাইয়ে আগুন লেগে পুড়ে গেছে চারটি ব্যবসা প্রতিষ্ঠান। এতে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ওই ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা। মঙ্গলবার (১৯ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার মস্তাননগর বিশ্বরোড় এলাকায় হাজী মজিবুল হক মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো অর্জুন নাথের এসএ ইঞ্জিনিয়ারিং এন্ড ওয়ার্কশপ, আমজাদ হোসেনের আমজাদ মোটরস এন্ড ইঞ্জিনিয়ারিং, ইউসুফের ডেন্টিংয়ের দোকান ও সোহেলের সোহেল ইঞ্জিনিয়ারিং এন্ড ওয়ার্কশপ।

পরে খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, প্রতিদিনের মতো সোমবার রাত ৮টায় আমরা দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। ভোরে একজন ফোন দিয়ে জানান, আমাদের দোকানে আগুন লেগেছে। দ্রুত এসে দেখি সব শেষ, কিছু রক্ষা করা সম্ভব হয়নি।
অপর ব্যবসায়ী অর্জুন নাথ বলেন, এই মার্কেটে চারটি মোটরপার্টস, গাড়ির যন্ত্রাংশ ও গ্যারেজ রয়েছে। আগুনে আমাদের সব শেষ হয়ে গেছে। সব হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি।

এই বিষয়ে মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, মঙ্গলবার ভোর ৪ টা ১৫ মিনিটে মস্তাননগর বিশ্বরোড় এলাকায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। তারপরও চারটি দোকান পুড়ে গেছে। তবে আশপাশের অনেক দোকান রক্ষা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো তদন্তাধীন রয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

আরও পড়ুন