মিরসরাইয়ে ইয়াবাসহ ধরা খেলো ছাত্রলীগ নেতা
মিরসরাইয়ে ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সফর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার (১৭ জুলাই) বিকালে আবুতোরাব বাজারের স্কুল রোড এলাকায় মফিজের মেশিনারিজ স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া সফর আলী (২৩) মঘাদিয়া ইউয়িনের শেখটোলা এলাকার মফিজুল ইসলামের ছেলে। তিনি মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘রোববার বিকালে আবুতোরাব বাজারের স্কুল রোড রাস্তার মফিজের মেশিনারিজ স্টোরের সামনে থেকে সফর আলীকে ১৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবাগুলো নিজে সেবন করেন বলে জানান। এছাড়া দীর্ঘদিন তিনি স্থানীয় মাদকসেবীদের কাছেও ইয়াবা বিক্রি করে আসছেন বলে জানান।’
এ বিষয়ে মিরসরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক একরামুল হক সোহেল বলেন, ‘ছাত্রলীগের কোনো পদধারী নেতা যদি মাদকের সঙ্গে জড়িত থাকেন তাহলে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’