চট্টগ্রামের পটিয়ার ভাইয়ার দীঘি এলাকায় সড়ক দূর্ঘটনায় গত ১১জুলাই রাতে (ঈদ উল আযহার পরদিন) ৬জন নিহত হওয়ার ৮দিনের মাথায় আবারও একই এলাকায় ট্রাক চাপায় দুই বাইসাইকেল সাইকেল আরেহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ জুলাই) বিকাল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তেলবাহী ট্যাঙ্কার চাপায় নিহতরা হলো কচুয়াই ইউনিয়নের কচুয়াই গ্রামের মো: ইউনুসের পুত্র মামুন (২০) ও ইমন (২১) (পিতা: জাহাঙ্গীর আলম)। এর মধ্যে মামুন লোহাগড়া মোস্তাফিজুর রহমান কলেজের বিবিএ অধ্যয়নরত।
প্রত্যক্ষদর্শী মহসিন জানিয়েছেন, পদ্মা ওয়েল কোম্পানীর তেলবাহী ট্যাঙ্কারটি ( চট্টমেট্রো-চ : ০১-০০৬ বিকেলে চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাওয়ার পথে পটিয়া এলাকায় পৌঁছলে দুই সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে তারা দুইজনে মারা যান। এসময় স্থানীয় লোকজন গাড়ির চালককে আটক করে হাইওয়ে পুলিশে সোর্পদ করেছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে একই জায়গায় গত ঈদের দুইদিন আগে ১১ জুলাই রাতে গাড়ি চাপায় নিহত হয়েছে স্বামী-স্ত্রী ৬জন।