ফটিকছড়ি সুয়াবিল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভূজপুর থানায় অভিযোগ

ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউপি চেয়ারম্যান এম জয়নাল আবেদীনের বিরুদ্ধে মারধরের অভিযোগে ভূজপুর থানায় অভিযোগ দাখিল করেন সুয়াবিল ১নং ওয়ার্ড় আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান চৌধুরী।

সোমবার (১৮ জুলাই) বিকালে থানায় চেয়ারম্যানসহ আরো দুইজনের নাম উল্লেখ উক্ত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই সুয়াবিল বারোমাসিয়ার একটি চা দোকানে ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন মামলার বাদী আতাউর রহমানকে ডেকে নিয়ে তার (আতাউর রহমান) ছেলে চেয়ারম্যানের সাথে বিয়াদবি করেছে মর্মে গালি-গালাজ করে। এক পর্যায়ে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে আতাউর রহমানকে ঝাপটা দিয়ে ধরে, এতে অভিযোগের অপরাপর বিবাদীরা আতাউর রহমানকে মারধর করে। চিৎকার চেঁছামেছিতে আতাউর রহমানের স্ত্রী ছুটে আসলে তাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করে মারধরের বিশদ বর্ণনা দেওয়া হয়েছে।

জানতে চাইলে সুয়াবিল ইউপি চেয়ারম্যান এম জয়নাল আবেদীন জানান, সেদিন অভিযোগের ভিত্তিতে আতাউর রহমানের ছেলের বিচার করতে গিয়েছিলাম। সেখানে আমার সাথে আতাউর রহমানের বাকবিতন্ডা হয়েছিল। কোন মারামারি হয়নি। চেয়ারম্যানের কাজ মারামারি করা নই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম নাজিম উদ্দিন মুহুরী জানান, আতাউর রহমান সুয়াবিল ১নং ওয়ার্ড়ের সভাপতি। ইউপি চেয়ারম্যান ওনাকে মারধর করেছে জানতে পেরে দেখতে গিয়েছিলাম সাথে আওয়ামীলীগের অনেক সিনিয়র নেতারাও ছিলো। এটি একটি ন্যক্কারজনক ঘটনা এর বিচার দাবী করছি।

ভূজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী জানান, এই নিয়ে থানায় অভিযোগ হয়েছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন