মিরসরাইয়ের সর্বপ্রথম ও সর্বাধিক প্রচারিত অনলাইন পত্রিকা মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম পাঠক ফোরাম কুয়েতের সদস্যদের সম্মানার্থে মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম ও মিরসরাই টোয়েন্টিফোর টিভি’র আয়োজনে ঈদ পুণর্মিলনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১৩ জুলাই) দিনব্যাপী ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় ঝুলন্ত ব্রীজ, রামগড় চা বাগান, ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সেলফি রোডের বিভিন্ন পয়েন্টে ঈদ আনন্দ উদযাপনের মধ্যদিয়ে ধাপে ধাপে সম্পন্ন হয়েছে।
মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম পাঠক ফোরাম কুয়েতের প্রতিষ্ঠাতা নুরুল আজিমের সভাপতিত্বে এবং মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ও প্রকাশক এম আনোয়ার হোসেনের সঞ্চালনায় মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম পাঠক ফোরাম কুয়েতের প্রতিষ্ঠাতা নুরুল আজিম, সভাপতি মোর্শেদ আলম, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক দানিউল ইসলাম জুয়েলকে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম পাঠক ফোরাম কুয়েতের উপদেষ্টা নুরুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন, সদস্য ফজুলল হক, শামসুদ্দিন।
ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিদেরকে প্রেস আইডি কার্ড প্রদান করা হয়। মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিদের মধ্যে নির্বাহী সম্পাদক আকতার হোসেন, চীপ রিপোর্টার রেদোয়ান জনি, স্টাফ রিপোর্টার আসিফুল ইসলাম, নাজমুল ইসলাম শামীম, বারইয়ারহাট কলেজ প্রতিনিধি আলিম উল্যাহ রিপন, ফটো সাংবাদিক সরোয়ার উদ্দিন উপস্থিত ছিলেন।
মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম ও মিরসরাই টোয়েন্টিফোর টিভি’র সম্পাদক ও প্রকাশক এম আনোয়ার হোসেন বলেন, ২০১২ সালের ফেব্রুয়ারী মাসে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম মিরসরাইয়ের গণমানুষের কথা তুলে ধরার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সাথে নিয়োজিত ছিল। বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে অক্সিজেন সিলিন্ডার প্রদান ও চলতি বছরের রমজান মাসে ঈদ উপহার বিতরণ সম্পন্ন করে। এছাড়াও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসুস্থ অসহায় মানুষের পাশে থেকে প্রতিবেদন তুলে ধরে আর্থিক অনুদান প্রাপ্তিতে সহায়তা করে।