উখিয়ায় শিশু নির্যাতনের ঘটনায় তিন সহোদর আটক

কক্সবাজারের উখিয়ায় শিশু নির্যাতনের ঘটনায় তিনজনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে কথিত চুরির অপবাদ দিয়ে ৯ বছরের পিতৃহীন এতিম মাসুদ পারভেজকে শারিরীক বর্বর নির্যাতন করা হয়। জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া গ্রামে এ লোমহর্ষক নির্যাতন চালায় স্থানীয় তিন ভাই।তার পিতার নাম মৃত ইসলাম মিয়া।

শনিবার সন্ধ্যায় নির্যাতিত শিশুর মা নুর জাহান বেগম জানান, আমার সামনেই আমার অবুঝ শিশুটিকে তিন ভাই মিলে বর্বর নির্যাতন চালায়। শুক্রবার দুপুরে নাকি তাদের দোকানে আমার ছেলে চুরি করে। কিন্তু আমি কিছু জানি না।

শুক্রবার রাত ৮ টার দিকে রাস্তা থেকে আমার ছেলেকে ওরা কথিত চুরির অপবাদ দিয়ে ধরে নিয়ে বাড়ীতে আটকিয়ে রাখে।

স্থানীয় মৃত ইসলাম মিয়ার স্ত্রী নুর জাহান জানান, স্থানীয় ভুলু মিয়ার তিন ছেলে বাড়ীর একটি কক্ষে আটকে রেখে চড়,থাপ্পড়, লাথি কিল,ঘুষি মেরে শারীরিক নির্যাতন করে। এরপর প্লাস দিয়ে হাতের নখ উপড়ে ফেলে। পরে শিশু বাচ্চাটির শারীরিক অবস্থা বেগতিক দেখে দ্রত রাস্তায় রেখে পালিয়ে যায় নির্যাতন কারীরা। রাতে প্রতিবেশীরা উদ্ধার করে শিশু মাসুদ পারভেজকে উখিয়া হাসপাতালে ভর্তি করায়।

এরপর শিশুর মা নুর জাহান বেগম এবিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জকে বিষয়টি জানায়। শিশুর শারীরিক অবস্থা দেখে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী তাৎক্ষণিক নির্যাতনকারীদের গ্রেফতারের নির্দেশ দেয়।

শনিবার উখিয়া থানার এস আই পলাশ একদল ফোর্সসহ অভিযান চালিয়ে নির্যাতনকারী ভুলুর পুত্র যথাক্রমে আবছার, শহীদ উল্লাহ ও ইসমাইলকে আটক করে।

আটক আবছারের বিরুদ্ধে এর আগেও নারী-শিশু নির্যাতন দমন আইনে একাধিক মামলা রয়েছে বলে জানান স্থানীয়রা।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে শিশু নির্যাতনের ঘটনায় জড়িত ৩ জনকে আটক করতে সক্ষম হন।আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন