আনোয়ারা রায়পুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিগত চার মাসে গ্রামীণ অবকাঠামো ও বিভিন্ন উন্নয়ন মূলক কাজ নিয়ে উম্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ জুলাই) দুপুরে রায়পুর ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়েছে। পরিষদের চেয়ারম্যান্যান আমিন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান আবু ছৈয়দ।
এসময় বক্তব্য রাখেন, ইউপি সদস্য ডাক্তার ছৈয়দ নুর, মৌলানা ইসহাক, তৌহিদুল আলম, জাহাঙ্গীর আলম, আবদুল গফুর, মো মহিউদ্দিন, মো. রফিক, মো. আলমগীর, মাস্টার মনির উদ্দিন, মহিলা সদস্য শাহিদা আক্তার ডলি, উপজেলা যুবলীগের সদস্য নেতা জালাল উদ্দিন, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নুরুল হক, ছাত্রলীগ নেতা হাসনাইন মোস্তাফিজ টুটুল, শরীফ সিদ্দিকী।
এছাড়া বিভিন্ন ওয়ার্ডের উন্নয়ন কর্মকান্ড নিয়ে স্থানীয় লোকজন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন শরীফ বলেন, বিগত চার মাসে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ১ কোটি ৬৩ লাখ ৯৩ হাজার ৬৫০ টাকার উন্নয়ন মূলক বিভিন্ন প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। আর এসব কাজ আমার অভিভাবক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সহযোগীতায় সম্পন্ন করা সম্ভব হয়েছে। এ জন্য মাননীয় ভূমি মন্ত্রীকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই।