চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুন্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে জেলে পরিবারদের ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
রবিরার দুপুর ২টায় বাড়বকুণ্ড ইউনিয়নের ভূলাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত জেলেরা বলেন, আগুন লাগার খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত প্রায় ১০ লক্ষ টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলো।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২টার দিকে উপজেলার বাড়বকুণ্ড জেলা পাড়া গ্রামে বিশ্বনাথের ঘরে থাকা গ্যাসের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। এসময় ফায়ার সার্ভিসকে খবর দিলে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই ৭টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ফাইটার রুবেল রানা জানান, একটি পরিবারের রান্নার ঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাতে বসতঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।