জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পটিয়ার শামসু মাষ্টারের ইন্তেকাল
জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, দক্ষিণ চট্টগ্রাম তথা পটিয়ার জাতীয় পার্টির অন্যতম নেতা আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মাস্টার ইন্তেকাল করেেছন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পটিয়া পৌর সভার তিনবারের সফল মেয়য় এবং দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহবায়কের দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন।
বুধবার বিকালে তিনি চট্টগ্রামের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর ।
বৃহস্পতিবার বেলা ২ ঘটিকার সময় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। উক্ত জানাজার নামাজে সকলকে উপস্থিত হয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন তাঁর পরিবার।
মৃত্যুকালে তাঁর দুই ছেলে এবং এক মেয়েসহ অনেক গুনগাহী রেখে গেছেন।
এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক জানিয়েছেন পটিয়ার সাংসদ হুইপ সামশুল হক চৌধুরী, পটিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ,সাবেক মেয়র নুরুল ইসলাম। তাছাড়া পটিয়ার জাতীয় পার্টি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন।