কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে দক্ষিণ ধূরুং ইউনিয়নের বরইতলি পাড়া গ্রামে পানি ডুবির ঘটনা ঘটেছে।
প্রত্যেক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানায়, বুধবার দুপুরে ১টায় দক্ষিণ ধূরুং বরইতলি পাড়া গ্রামের মোঃ ইলিয়াসের ১৮ মাস বয়সি শিশু পুত্র মোঃ আবদুল্লাহ পুকুরে তলিয়ে যায়।
পরে শিশুটিকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফেরদৌসী জাহান দিতি শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলাউদ্দিন আল আযাদ।