বোয়ালখালীতে সিঁড়ি থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মেয়ের জন্য দোলনা বাঁধতে গিয়ে সিঁড়ি থেকে ছিটকে পড়ে জেসমিন আকতার (২৩) নামে এক অন্তঃসত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) সকাল ৮টার দিকে বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা সন্দ্বীপাড়া গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জেসমিন আকতারের স্বামী মোস্তাফিজুর রহমান বলেন, আমার স্ত্রী ৮ মাসের গর্ভবতী। আমার দুই বছরের মেয়ের জন্য ঘরে একটি দোলনা বাঁধা হয়। এটি নড়বড়ে হওয়াতে সকালে আমার স্ত্রী দোলনা খুলে দেয়ার জন্য সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে পা পিঁছলে পড়ে অচেতন হয়ে যায়। এরপর স্থানীয় ডাক্তার ডেকে আনা হলে তাকে মৃত ঘোষণা করেন।
৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, ‘বিষয়টি জানার পর পুলিশকে খবর দিয়েছি। পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে।