বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে ‘পরিকল্পনায় অংশগ্রহণ, জীববৈচিত্র্য সংরক্ষণ’ প্রতিপাদ্যের আলোকে বাঁশখালীতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষ্যে র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ মে) সকালে বাঁশখালী ইকোপার্কের হলরুমে শীলকূপ ইউপির চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় বন ও ব্যবস্থাপনা পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কাজল তালুকদার।
জলদী বন্যপ্রাণি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য, সরকারী আলাওল কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দি, সরকারী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুখ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর ইসলাম, বাঁশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ মো. শফিউল্লাহ, জলদী সহ-ব্যবস্থাপনা কমিটির ট্রেজারার সাংবাদিক জোবাইর চৌধুরী।
এদিন উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্তভাবে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার অর্জন করে নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুবা মারিয়াম। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার অর্জন করে একই স্কুলের শিক্ষার্থী সাদিয়া সোলতানা, নাওরিন জান্নাত তিথি পুরুস্কার লাভ করেন।
এ সময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বনকর্মীসহ বিভিন্নস্থরের লোকজন উপস্থিত ছিলেন।