জাতীয় শ্রমিক লীগ কর্ণফুলী শাখার সভাপতি বাহাদুর খাঁন, সম্পাদক বাপ্পি

জাতীয় শ্রমিক লীগ কর্ণফুলী শাখার নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে শিকলবাহার মোহাম্মদ বাহাদুর খাঁনকে সভাপতি ও চরপাথরঘাটার মোহাম্মদ জালাল উদ্দিন বাপ্পিকে সাধারণ সম্পাদক করা হয়।

বৃহস্পতিবার (২৩ মে) চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক লীগের সভাপতি মো: নুরুল হাকিম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদের স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

চিঠিতে বলা হয়, আগামী ৩ বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আগামী ১ মাসের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, নিষ্ক্রিয়, মেয়াদোত্তীর্ণ ও বিতর্কিত কর্মকান্ডে জড়িত থাকায় আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

আরও পড়ুন