চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে দেড় হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ ফয়েজ ওরফে মুন্না (১৯) ও মোঃ ইলিয়াছ (২১) নামে রোহিঙ্গা দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৬ জুলাই) দিবাগত রাত সোয়া বারোটার দিকে চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইখতিয়ার হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়ীয়া এলাকায় সড়ক ও জনপথ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেক পোস্ট বসিয়ে চট্টগ্রামমূখী যাত্রীবাহী সৌদিয়া সিল্কি বাসে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃত মোহাম্মদ ফয়েজ ওরফে মুন্না এবং মোঃ ইলিয়াছ কক্সবাজার জেলার টেকনাফ থানার আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের (ক্যাম্প ২৫) ইমান হোসাইনের ছেলে।
ইয়াবাসহ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”