আনোয়ারায় অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানী (কাফকো) লিমিটেডে কর্মরত শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। সিলেট সুনামগঞ্জের বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় গত মঙ্গল ও বুধবার ২ দিন ক্ষতিগ্রস্থ ৬ শ পরিবারের প্রত্যেক পরিবারেকে ২ হাজার টাকা করে ১২ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
কাফকো পরিবারের পক্ষে এসব সহায়তা প্রদান করেন কাফকো ’র ম্যানেজার (টিপিএস) আবিদুর রহমান, কাফকো সিবিএ’র সভাপতি ও আনোয়ারা উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সিবিএ’র সাধারাণ সম্পাদক খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মহসিনসহ সিবিএ নেতৃবুন্দরা। এসময় তাদরে সার্বিক সহযোগীতা করেন সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবদায়ক ডাঃ মিজানুর রহমান ও স্থানীয় যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
কাফকো সিবিএ’র সভাপতি ও আনোয়ারা উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী বলেন, বন্যা দুর্গত মানুষের মাঝে কাফকো পরিবারের পক্ষে এসব অর্থ সহায়তা প্রদান করা হয়। ভবিষ্যতেও এ ধরণের সহায়তা অব্যাহত থাকবে।