আনোয়ারা উপজেলার দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়কে এমপিও ভুক্তিকরণ করা হয়েছে । বুধবার(৬ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আইটি বিজনেস ইনকিউবেটরের উদ্বোধনকালে সারা দেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি এবং মাদরাসা শিক্ষা বিভাগের আওতায় ২ হাজার ৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার ঘোষণা দিয়েছেন । এর মধ্যে ৬৬৬ টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের তালিকায় দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের ৫৫ নম্বর সিরিয়ালে রয়েছে। বিদ্যালয়টি ২০১৩ সালে স্থানীয় শিক্ষানুরাগী ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিদ্যালয়ে ১২ শ শিক্ষার্থী রয়েছে।
এদিকে দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয় এমপিও ভুক্ত হওয়ায় এলাকায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। স্থানীয়রা মিষ্টি বিতরণও করছে।
স্থানীয় বাসিন্দা প্রকৌশলী রামচন্দ্র দাশ বলেন, এই বিদ্যালয়টি সরকারী এমপিও ভুক্তকরণের ফলে এলাকার প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ বলেন, আমাদের বিদ্যালয়ে ২৩ জন শিক্ষক, ৩ জন কর্মচারী ও ১২ শ শিক্ষার্থী রয়েছে। এতো দিন শিক্ষক কর্মচারীরা অনেকটা ত্যাগ স্বীকার করে গেছেন। এখন এমপিও ভুক্ত হওয়ায় সবার মাঝে স্বস্তি ফিরে এসেছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী বলেন, ৭১ সালে স্বাধীনতা পেয়ে মনে যে আনন্দ লেগেছে আজ আমার বিদ্যালয় এমপিও ভুক্ত হওয়ায় একই রকম আনন্দ লাগছে। বিদ্যালয়ের এই অর্জনের জন্য আমাদের অভিভাবক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের কাছে আমি কৃতজ্ঞ। এছাড়ও স্থানীয় লোকজন, প্রশাসনের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষাক কর্মচারীদের আমি ধন্যবাদ জানাচ্ছি।