চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি প্রতিরোধকল্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় স্থানীয় সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সম্বন্বয়ে হালনাগাদ ভোটার সংক্রান্ত বিষয় ও পৌরসভার বিভিন্ন সমস্যা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৫ জুলাই) বিকালে দোহাজারী পৌরসভার প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করেন দোহাজারী পৌরসভার প্রশাসক ও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার।
এসময় তিনি ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে রোহিঙ্গারা যাতে সরকারি বিধিনিষেধ অমান্য করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সে ব্যাপারে জনপ্রতিনিধিসহ সবাইকে সজাগ থাকার অনুরোধ জানান এবং পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি এম এ রাজ্জাক রাজ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বাবলু, সাংবাদিক যথাক্রমে- আবিদুর রহমান বাবুল, আজগর আলী সেলিম, এম ফয়েজুর রহমান, এসএম রাশেদ, আবু তালেব আনচারী, আবদুল গফুর রব্বানী, কামরুল ইসলাম মোস্তফা, ফয়সাল চৌধুরী, এমএ হামিদ, হাজী শহিদুল ইসলাম, দোহাজারী পৌরসভা আ.লীগের সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুর, সাবেক দোহাজারী ইউ.পি চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বেগ, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, দোহাজারী হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি লোকমান হাকিম, সাধারণ সম্পাদক মহিম বাদশা, খান প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সুমন, দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী, দোহাজারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল ঘোষ মানিক, পৌরসভার সহায়ক সদস্য জাহাঙ্গীর আলম, নাজিম উদ্দীন, পৌরসভার সচিব মোহাম্মদ মহসিন, সহকারী প্রকৌশলী নাঈম উদ্দিন, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, সহকারী কর আদায়কারী মিজানুর রহমান প্রমুখ।