বাঁশখালীর পাহাড়ে আগুনে পুড়লো দুই ঘর

বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নের পূর্ব শিলকূপ পাহাড়ি এলাকার ৯ নম্বর ওয়ার্ডের হরইল্যা মুড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার।

বুধবার (৬ জুলাই) সকাল ৯ টার সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দুই বসতঘরের কোন লোকজন বাড়িতে না থাকায় কোন কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। বাড়ির প্রয়োজনীয় আসবাবপত্র সহ ভিসার জন্য রেখে দেওয়া ১ লক্ষ টাকা পুড়ে যায় বলে জানান তারা।

এতে ক্ষতিগ্রস্থ হয় ওই এলাকার আবু ছালেকের পুত্র এম. রশিদ ও মাহমুদুর রশিদ।

পত্যক্ষদর্শী মুহাম্মদ ইয়াছিন আরাফাত জানান, সকালে তারা কাজের জন্য বের হয়। অগ্নিকান্ডের সময় বাড়িতে কেউ ছিলনা। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্কটসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে টিনের চালা ও টিনের বেড়ার দুই ঘরের সর্বস্ব পুড়ে যায়।

ক্ষতিগ্রস্থ মাহামুদুর রশিদ জানান, গত ৪ দিন আগে ক্লোজড ব্যাংক থেকে ১ লক্ষ টাকা ঋণ নিয়েছি ওমানে যাবো বলে। আমার পার্সপোর্টসহ নগদ টাকা পুড়ে যায়।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্স এর টিম লিডার নুরুল বাশার কুতুবী জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত বেড়িয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছি। পথিমধ্যে একজন ফোন দিয়ে না যাওয়ার জন্য বলেন। কারণ পাহাড়ি ওই দুর্ভেদ্য এলাকায় ফায়ার সার্ভিসের গাড়ী পৌছানো সম্ভব নয়।

আরও পড়ুন