চট্টগ্রামের রাউজানে যুব সমাজকে আই সি টি বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ করার লক্ষ্যে আইসিটি নলেজ লিমিটেড পরিচালিত রাউজানের সর্ববৃহৎ প্রশিক্ষণ কেন্দ্র ‘যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের’ কোর্স সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও অনুষ্ঠিত হয়। এসময় প্রশিক্ষণ কেন্দ্রের ৬টি শাখার অসংখ্য ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এমসিকিউ, লিখিত ও ভাইভা’র মাধ্যমে পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ খোরশেদ আলম এবং চেয়্যারম্যান মো. মোরশেদ আলম। এছাড়া হলে পরীক্ষকের দায়িত্ব পালন করেন গহিরা শাখার পরিচালক ফোরকান সিকদার, নোয়াপাড়া শাখার পরিচালক সাজ্জাদ হোসেন, আজাদী বাজার শাখার পরিচালক জামাল উদ্দিন ও সরফভাটা শাখার পরিচালক হাফেজ জাহেদুল ইসলাম।
হল পরীদর্শন শেষে দেখা যায়, পরীক্ষা কেন্দ্রে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বজায় ছিল। পরীক্ষার্থীরা অত্যন্ত আনন্দের সাথে পরীক্ষা দেন। পরীক্ষা শেষে প্রশিক্ষণার্থীদের আনন্দ উল্লাস করতে দেখা যায়।
পরীক্ষায় অংশ গ্রহণ করেন রাউজান মুন্সিরঘাটা শাখা, গহিরা শাখা, নোয়াপাড়া শাখা, চুয়েট শাখা, রাঙ্গুনিয়ার সরফভাটা শাখা, ফটিকছড়ির আজাদী বাজার শাখা।
জানা যায়, দক্ষ মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্যে, দেশব্যাপী ৭৫টি শাখায় মোট ৭৫০০ জন শিক্ষার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের আন্তর্জাতিক মানের সনদ প্রদানের উদ্দেশ্যে উক্ত পরীক্ষার আয়োজন করা হয়।
এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম বলেন, আমার প্রতিষ্ঠান শুধু শিক্ষিত নয়, চাই তথ্য প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত জাতি। এ শ্লোগানকে সামনে রেখে তথ্য প্রযুক্তিকে তৃণম‚ল পর্যায়ে পৌঁছে দিতে ৭৫টি শাখার মাধ্যমে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও এটি চলমান থাকবে।