ক্ষমতাসীন দলের সদ্য সাবেক হওয়া দাপুটে এমপি নদভীর ক্ষমতায় বলিয়ান তার দাপুটে শ্যালক চট্টগ্রামের সাতকানিয়ায় চরতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরী হামলার শিকার হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদের ভেতরে এ ঘটনা ঘটে। চেয়ারম্যান রুহুল্লাহ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্ম্দ নেজামদ্দীন নদভীর শ্যালক।
তাঁর বড় বোন সাবেক এমপিপত্নী রিজিয়া রেজা চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন ধরে বোর্ড অফিসে না আসার জন্য হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল। চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে তো যাবেই! ঈগলবাহিনীর লোকজন এ হামলার ঘটনা ঘটিয়েছে। এর আগেও নৌকার পক্ষে কাজ করায় তাঁর ওপর হামলার ঘটনা ঘটেছিল।’
এ প্রসঙ্গে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার বলেন, ‘ চরতি ইউনিয়ন পরিষদে মারামারির ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ দেলোয়ার নামে আরও একজন আহত হয়েছেন বলে খবর পেয়েছি। চেয়ারম্যান কিংবা আহত দেলোয়ার কেউই এখন পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেনি।