ঈদের পরে ভোট, বন্ধ রাখতে হবে ঠোঁট

১৪ জুলাই নির্বাচন

দেশজুড়ে বহুল আলোচিত সমালোচিত বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের নির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে। প্রথমে শুধু সদস্য পদে ভোট গ্রহণের প্রজ্ঞাপন জারি হলেও একদিন পর সেটাতে সংশোধনী দিয়ে চেয়ারম্যান পদেও নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। ওইদিন সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হয়ে বিকেল ৫টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ চলবে। গত ১৫জুন বাঁশখালীর ১৪ টি ইউনিয়নের নির্বাচন একসাথে হওয়ার কথা থাকলেও চাম্বল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থীর বেফাঁস কথাবার্তায় আচরণবিধির ব্যতয় ঘটলে নির্বাচন হয়নি।

সোমবার (৪ জুলাই) দুপুরে ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে। এজন্য সংশ্লিষ্ট সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৩ জুলাই) সন্ধ্যায় নির্বাচন কমিশনের জারি করা আরেকটি প্রজ্ঞাপনে চেয়ারম্যান পদে নির্বাচন হবে না বলে উল্লেখ করা হয়। পরে  সোমবার (৪ জুলাই) দুপুরে ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এটি সংশোধন করে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়।

যে কারণে চাম্বল ইউপির নির্বাচন স্থগিত হয়: ‘ভোট সুষ্ঠু করবো আমরা, অসুষ্ঠু করবো আমরা, নৌকার বিরুদ্ধে এজেন্ট থাকলে গলাটিপে মেরে ফেলবো। ’আঙ্গুলের ছাপ তোমার, ভোট দেব আমি’। নির্বাচনী পথসভায় বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুজিবুল হক চৌধুরী এমন বেফাঁস মন্তব্য করেন। তার এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়।

প্রসঙ্গত, তার বক্তব্যের ভিডিও ক্লিপের সত্যতা নিশ্চিতে তদন্ত কমিটিও গঠিত হয়। তদন্তে সত্যতা প্রমাণিত হলে গত ৫ জুন চাম্বল ইউপি নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। একই দিন বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়সাল আলম বাদী হয়ে মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়সাল আলম বলেন, স্থগিত চাম্বল ইউনিয়নে নির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য সব প্রস্তুতি নেওয়া হবে। কোন প্রকার অনিয়ম ছাড়াই সুষ্টু নির্বাচনের যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আলোচিত চাম্বল ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন বর্তমান চেয়ারম্যান, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুজিবুল হক চৌধুরী, ‘স্বতন্ত্র’ মোড়কে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন ফজলুল কাদের চৌধুরী, মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন এরশাদুর রহমান, চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন সাহেদা বেগম নুরী।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চাম্বলের ৯টি ওয়ার্ডের ১০টি ভোট কেন্দ্রে মোট ২৫ হাজার ৫৯০ জন ভোটার রয়েছেন।

আরও পড়ুন