দোহাজারী হাসপাতালের এ্যাম্বুলেন্স মেরামতপূর্বক হস্তান্তর করলো এফএসআই ব্যাংক

চন্দনাইশ উপজেলার দোহাজারী ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালের অ্যাম্বুলেন্সটি গত ২৪ অক্টোবর রোগী নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে পটিয়া মনসা বাদামতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দূর্ঘটনায় পতিত হওয়ার পর থেকে অকেজো হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালের তালাবদ্ধ গ্যারেজে পড়ে ছিলো।

হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি মেরামত করতে উর্ধ্বতন মহলে বার বার তাগদা দিয়েও কোন সুফল পায়নি। অ্যাম্বুলেন্সটির এ অবস্থা অবগত হয়ে করপোরেট সোশ্যাল রেসপনসেবলিটির অংশ হিসেবে অ্যাম্বুলেন্সটি মেরামতের ব্যবস্থা গ্রহণ করে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ কেরানীহাট শাখা।

কেরানীহাটের একটি ওয়ার্কশপ থেকে মেরামত কাজ শেষ করে সোমবার (০৪ জুলাই) দুপুরে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুমা ভট্টাচার্য্যের কাছে গাড়ীটির চাবি হস্তান্তর করেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ কেরানীহাট শাখার এসপিও এন্ড ম্যানেজার অপারেশন মো. বেলাল হোসেন।

এ সময় ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ কেরানিহাট শাখার এভিপি এন্ড হেড অফ ব্রাঞ্চ মো. আনোয়ারুল আলম, দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আহমেদ তানজিমুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. কেএম আবির আমান, দোহাজারী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আরমান আলী, ডা. জাকি সুলতানা, ডা. নাফিসা নূর, প্রধান সহকারী সেলিম উদ্দীন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন