দুর্ঘটনায় সীতাকুন্ডে টেক্সী ড্রাইভারের মৃত্যু
সীতাকুণ্ডে সিএনজি অটোরিকশা উল্টে গিয়ে মো. সোহাগ (২৫) নামে এক চালক মারা গেছেন।
রবিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ছোট কুমিরা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সোহাগ চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকার বহদ্দারহাট ফরিদার পাড়ার আরিফ কলোনির বাসিন্দা মো. অহিদের ছেলে। তিনি ওই অটোরিকশার চালক ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাদেকুর রহমান বলেন, সীতাকুণ্ডের ছোট কুমিরায় সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় এক যুবককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালেে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ওই অটোরিকশার চালক বলে জানা গেছে।
দুর্ঘটনা