সাতকানিয়ায় ৩ কোটি টাকা মূল্যের জায়গা দখলমুক্ত

চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে ২০.৭০ একর জায়গা অবৈধ দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। উদ্ধারকৃত জায়গার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা। বৃহস্পতিবার (২ নভেম্বর) উপজেলার এওচিয়া ইউনিয়নের চূড়ামণি মৌজায় বিএস ১ নং খাস খতিয়ানভূক্ত ৮০২৬ ও ৮০২৮ দাগের মোট ২০.৭০ একর সরকারি জায়গা থেকে অবৈধ দখল উচ্ছেদ করে সরকারি হেফাজতে নেয়া হয়েছে।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
উচ্ছেদ কার্যক্রমে আইনানুগ সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ ও ৩৭ আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ। এছাড়া উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস দেওদিঘী এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সার্বিক সহযোগিতা করেন। এসময় এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ ও স্থানীয় ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস দৈনিক জানান, বিএস ১ নং খাস খতিয়ানভূক্ত জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ২০.৭০ একর জায়গা উদ্ধার করে সরকারি হেফাজতে নেয়া হয়েছে, অবৈধ দখল থেকে উদ্ধারকৃত সম্পত্তির আনুমানিক মূল্য ৩ কোটি টাকা, সরকারি স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন